মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় রওশন আলম নামে সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে শহীদ মিনারে ফুল দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তিনি উপজেলার ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে ২৬ শে মার্চ উপলক্ষে ফুল দেওযার নামে টাকা আদায় করে নিচ্ছেন বিভিন্ন দফতর থেকে। অভিযুক্ত কসমেটিকস ব্যবসায়ী রওশন আলম উপজেলা মান্দা সদর ইউনিয়নের প্রসাদপুর বাজারের হোমিও চিকিৎসক সিরাজুল ইসলামের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অফিসে এসে সাংবাদিক পরিচয় দিয়ে একটি ভিজিটিং কার্ড হাতে ধরিয়ে দিচ্ছেন। এরপর মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দাবী করে ফুল দেওয়ার নামে সহযোগিতার অজুহাতে টাকা চাচ্ছেন। সাংবাদিক পরিচয় দেওয়া রওশন আলমকে আমরা কখনো দেখিনি। হঠাৎ করে অফিসে এসে ফুল দেওয়ার নামে সহযোগিতা কামনা করছেন। বিষয়টি সন্দেহ হইলে মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে অবগত করি।
এ ঘটনায় কসমেটিকস ব্যবসায়ী রওশন আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, ফুল দেওয়ার নামে টাকা আদায় করিনি। তবে বিভিন্ন অফিসে গিয়ে বিজ্ঞাপন চেয়েছি।
এব্যাপারে মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বলেন, রওশন আলম নামে ব্যক্তি হঠাৎ করে সভাপতি দাবি করে প্রচার করে বেড়াচ্ছেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরে গিয়ে নানা অজুহতে টাকা আদায় করছে এমন অভিযোগ পেয়েছে। উপজেলা প্রেসক্লাব সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।