মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ মান্দায় স্বামীর অধিকার থেকে বঞ্চিত মালেকা বেগম নামে এক অসহায় গৃহবধূ” স্বামীর অধিকার ফিরে পেতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুই সন্তানের জননী ঐ গৃহবধূ উপজেলার এনায়েতপুর (কাটনিপাড়া)গ্রামের শহীদের মেয়ে ও একই গ্রামের ভিকা শাকিদারের ছেলে মফিজের স্ত্রী বলে জানা যায়।
ভুক্তভোগ মালিকা বেগম জানান প্রায় ২০ বছর পূর্বে এনাতপুর গ্রামের ভিকা শকিদারের ছেলে মফিজের সাথে বিয়ে হয়। এবং সেখানে দুজন সন্তান রয়েছে, সন্তান হওয়ার পর থেকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত মফিজ। অধিকাংশ সময় বাড়ি থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতো। ঠিকমতো ভরণপোষণ দেন না বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। এ অবস্থায় মালেকার স্বামী গত ৩০/১২/২২ইং আবারো বাড়ি থেকে পালিয়ে যায়। লোকমুখে শোনা যায় তিনি অন্যত্রে বিয়ে করে সংসার করছেন। এইজন্য অদ্যবধি পর্যন্ত কোন রকমের যোগাযোগ বা বাড়ি ফিরে আসেননি তার স্বামী। ভরণপোষণ খরচ চাইলে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদান করে। নিরুপায় হয়ে স্বামীর অধিকার ও ভরণপোষণ ফিরে পেতে একটি অভিযোগ দায়ের করেন।
থানা পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।