মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা এসপি, ডিসি, কমিশনার, কাছের লোক পরিচয় দিয়ে সরকারি চাকরি ও আশ্রায়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ঐ প্রতারক উপজেলার ৩নং পরানপুর ইউপির সোনাপুর গ্রামের মোঃ গয়া সরদারের ছেলে মোজাম্মেল হক (৪৫) বলে জানা যায়। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
ভুক্তভোগী ডাঃ মনিরুজ্জামান জানান, মাঝেমধ্যেই সে অফিসে এসে, এসপি, ডিসি, কমিশনারের কাছের মানুষ পরিচয় দিয়ে বলেন তার কথার অবাধ্য হলে যে কাউকে যেকোনো সময় তুলে নিয়ে বিপদে ফেলতে পারেন। এমন ভিত্তিকর কথাবার্তা বলে ব্ল্যাকমেইল করে ইতিপূর্বে দুই দফায় ১০ হাজার টাকার চাঁদাবাজি করেন তিনি। গতকাল মঙ্গলবার অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে ফোন দিয়ে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় দিয়ে বলেন, মোজাম্মেল আমার লোক ও যা বলে সেভাবে কাজ করেন নইলে আপনার সমস্যা হতে পারে বলে ফোন কেটে দেন। তখন মোজাম্মেল ঘটনা স্থলে উপস্থিত হয়ে আবারো টাকা চান। তখন তার কথাবার্তার একপর্যায়ে সন্দেহ হলে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার কাছ থেকে ৫৭ হাজার টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতারককে টাকা সহ আটক করে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।