মোঃ রায়হান আলী নওগাঁঃ
নওগাঁর মান্দায়র নিয়োগ সংক্রান্ত বিষয়ে জের ধরে কশব উচ্চ বিদ্যালয়ে হামলা ও এক গ্রাম পুলিশেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কশব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এবিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী সরদার বাদী হয়ে মান্দা থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল ৫টার দিকে প্রধান শিক্ষক মোবারক আলী সরদার সহকারী শিক্ষক মকবুল হোসেনসহ কয়েকজন শিক্ষককে নিয়ে বিদ্যালয়ের বেতন-বিল ও দাপ্তরিক কাজ করছিলেন। এসময় কম্পিউটার ল্যাব অপারেটর পদে স্থগিত হওয়া নিয়োগ গোপনে দেয়া হচ্ছে এমন সন্দেহে আসামিরা সংঘবদ্ধ হয়ে সন্ধ্যার দিকে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে কাজে বাধা প্রদানসহ প্রধান শিক্ষককে মারধর করেন ও জিম্মি করে রাখেন।
এ ঘটনা কশব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী সরদার বলেন, আসামিরা আমাদের কে জিম্মি করে রাখাই উপায়ান্তর না পেয়ে সহায়তার জন্য মান্দা থানার ওসিকে বিষয়টি অবহিত করি। ১ ঘন্টা পরে রাত ৭টার দিকে ওসি শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স ও গ্রাম পুলিশ খইরুল ইসলাম খয়েরকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন। এসময় উত্তেজিত জনতা মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের সামনে গ্রাম পুলিশ খয়েরকে মারধরসহ তাঁর পরনে থাকা সরকারি পোষাক ছিঁড়ে নষ্ট করে ফেল।
উল্লেখ্য, মান্দা উপজেলার কশব উচ্চবিদ্যালয়ে পাঁচটি পদে গত ২৬ আগস্ট নিয়োগবোর্ড অনুষ্ঠিত হয়। শুরু থেকে এসব পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় লোকজন। এর জের ধরে করে গত রোববার রাতের অন্ধকারে সদ্য নিয়োগকৃত কর্মচারীদের যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশৃঙ্খলার খবর পেয়ে সেখানে যাই। গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।