মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ ও সাফল্য কথা নিয়ে মঙ্গলবার (১৪জুন) উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান পিএএ।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক,ব্যবসায়ী এনজিও কর্মী প্রমুখ।
এসময় বক্তরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নসহ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালা চলাকালীন সময়ে ক্ষুদ্রনৃগোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলও বিতরণ করা হয়।