মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিধবা মঞ্জুয়ারা হত্যা চেষ্টার আসামী উজ্জলকে গ্রেফতার করেছে থানা পুলিশ । শুক্রবার (২৬ আগষ্ট) গভীর রাতে চুরি করতে গিয়ে বিধবাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে উজ্জল নামের এক চোর। এই ঘটনায় শনিবার (২৭ আগষ্ট) রাত ১২ টার দিকে ওই চোরকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
আহত বিধাবা উপজেলার পরানপুর ইউপির কালাচিতা গ্রামের মৃত লবির উদ্দিনের স্ত্রী।
অপরদিকে গ্রেফতারকৃত চোর উজ্জল হোসেন (৩৫) একই গ্রামের জয়েন উদ্দিন ওরফে চেরুর ছেলে।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এই ঘটনার সাথে জড়িত উজ্জল হোসেনকে শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটকের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।