মোঃ রায়হান আলী নওগাঁঃ
নওগাঁর মান্দায় ব্রীজের রেলিং এর সাথে নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আবিদ পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা লেগে ঐ বাসের দুই যাত্রী গুরুত্বর আহতের ঘটনা ঘটেছে। রাজশাহী নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের ভোলা বাজার নামক স্হানে আজ দুপুর এ ঘটনা ঘটে।
স্হানীয়রা মান্দা ফায়ার সার্ভিস কে খবর দিলে দ্রুত ঘটনা স্হল থেকে তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তবে লালনের অবস্থা আশংকা যেন পাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে একজন ঐ বাসের হেলপার তার নাম লালন মিয়া( ৫০) ,সে রাজশাহী জেলার রাজপাড়া থানার কোট স্টেশন এলাকার মুনছুর রহমানের ছেলে বলে জানা যায়। লালনের একটি পা দেহ থেকে আলাদা হয়ে যায় এবং অপর পা দুমড়ে মুছরে মারাত্মক যখন হয়। আহত অপরজন ব্যক্তি হলেন মান্দা উপজেলার চককানু গ্রামের নুর উদ্দীনের ছেলে এমদাদুল হক (৬৫)
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে মান্দা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবুল কাশেম দেওয়ান বলেন খবর পেয়ে মুহূর্তের মধ্যেই ঘটনা স্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।