মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মান্দা উপজেলার ৪নং মান্দা সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা ১১ টার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান ডাঃ মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ইউপি সচিব মিজানুর রহমান এই উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।
উন্মুক্ত বাজেটে রাজস্ব ও পরিষদের উন্নয়ন বাবদ মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ১০ লক্ষ ৫৯ হাজার ৫ শত ৫৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫১হাজার ৫ শত ৪১ টাকা। সর্ব সাকুল্যে উদ্বুত্ত থাকে ৩ লক্ষ ৮ হাজার ১৪ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন রেজা, ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রধান শিক্ষক গোলাম সারোয়ার (স্বপন) ও ফয়েজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।