মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন।
মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোল্লা মোঃ এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, মান্দা উপজেলা আ. লীগের সহ-সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, অনুপ কুমার মহন্ত, মির্জা মাহবুব বেগ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম পাশা, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন, ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল হাবিব (মারুফ), সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ১৪ টি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বক্তারা কটূক্তিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।