মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিএনপি, জামায়াতের নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, হরতালের, অবরোধ এর প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ শে অক্টোবর) উপজেলার ১৩নং কশব ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগ এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কশব ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য গণ।
এ সময় বক্তারা বিএনপি জামাতের নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান তারা। এ সময় ফজলুর রহমান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এর দায়িত্বভার অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বভার অর্পণ করেন। এ সময়ই ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব।