আমজাদ হোসেন, নওগাঁ প্রতিবেদকঃ
নওগাঁর মান্দায় ১২ নং কাশোঁ পাড়া ইউনিয়ন পরিষদের কতিপয় কিছু ইউপি সদস্যদের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলার কুলিহার বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় চেয়ারম্যান আব্দুস সালাম বলেন,
গত সরকার পতনের পর থেকে আমার নির্বাচনীয় পরাজিত শক্তি ও তার দোসরদের চক্রান্তে কিছুদিন থেকে আমাকে ভয়, ভীতি হুমকি এবং আমার পথ থেকে অপসারণ করার চক্রান্ত করে করে আসছে, তারপরেও আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে সঠিকভাবে সেবামূলক কাজ করে আসছি, কিন্তু আমি এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি।
আমি প্রশাসন সহ আমার ইউনিয়নের স্থানীয় সকল বাসিন্দাদের সহযোগিতা কামনা করছি, যাতে আমি নিয়মিত পরিষদে গিয়ে আমার ইউনিয়নবাসীর সেবা করতে পারি, তিনি আরো বলেন
আমার বিরুদ্ধে গতকাল কতিপয় কিছু ইউপি সদস্য আমার পরাজিত প্রার্থীর ইন্ধনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন, তারা বিভিন্ন প্রকল্পের নামে ভুল তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ।
প্রকৃত পক্ষে ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দকৃত সকল প্রকল্পের কার্যক্রম ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রকল্পের কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে ।
তারা আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ এনেছেন তাহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ছাড়া আর কিছুই না, সংবাদ সম্মেলন চলা অবস্থায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সদস্যরা।