মোঃ রায়হান আলী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ-৪ আসন মান্দায় স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতিকের) ব্রহানী সুলতান মামুদ গামার ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী অফিসে হামলা ভাংচুর ও সরকারি কাজে বাধার ঘটনায় নৌকার ৩জন, ও স্বতন্ত্র প্রার্থীর ১ জন কর্মীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার মৈনম বাজারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে এই হামলা-ভাংচুর চালিয়েছেন নৌকার সমর্থকেরা। এ ঘটনার সাথে সম্পৃক্ত ৪জন কর্মী সমর্থককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার গনেশপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৪০), মৈনম গ্রামের সেকেন্দার আলীর ছেলে আব্দুল হান্নান(৩৫), বৈর্দ্দপুর আদর্শগ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আশিক সারফারাজ (২৭) ও দূর্গাপুর গ্রামের শুটকার ছেলে আনোয়ার হোসেন (৩২)। জানাগেছে, ঘটনার দিন বেলা ১২ টার দিকে নৌকার ৩০-৪০ জন নৌকার কর্মী সমর্থকেরা এসে স্বতন্ত্র প্রার্থী গামার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়। এসময় স্বতন্ত্র প্রার্থী গামার ৩জন কর্মী আহত হন। এদের মধ্যে একজন গুরুত্বর আহত হয়েছেন। এঘটনায় রাতেই স্বতন্ত্র প্রার্থী গামার সমর্থিত একজন কর্মী বাদী হয়ে মান্দা থানায় একটি মামলন দায়ের করেন। এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, নির্বাচনী সহিংসতায় পৃথক তিনটি মামলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার অফিসে হামলা-ভাংচুর ও সরকারি কাজে বাধা মামলার ঘটনায় ৪জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।