মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে কামরুজ্জামান নামে এক অসহায় ব্যক্তিকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত যখন করা হয়েছে। বুধবার ২৯শে জুন উপজেলার কুসুম্বা ইউপির নারাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার কুসুম্বা ইউপির নাড়াডাঙ্গা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে কামরুজ্জামান বাড়ির পাশেই নিজ রুপনকৃত ধানের জমিতে কাজ করছিলেন। এসময় একই গ্রামের মৃত আবু তালেব মুহুরীর ছেলে বিবাদী বাবুল হোসেন পূর্ব শত্রুতা জেরে সেখানে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে, এ সময় কামরুজ্জামান গালিগালাজ করিতে নিষেধ করিলে ক্ষিপ্ত হইয়া বাবুল হোসেন তার হাতে থাকা হাসুয়া দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে, এতে তার গলার ডান পাশে কাটা রক্তাক্ত যখন হয়। এ সময় স্থানীয়রা তার ডাক চিৎকারের ছুটে এসে তাকে উদ্ধার করে মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, কামরুজ্জামানের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।