মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জোরপূর্বক ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাঁশোপাড়া ইউপির বড় চকচম্পক গ্রামের আফজাল হোসেন গংদের পৈত্রিক সূত্রে পাওয়া দখলকৃত জমিতে বিভিন্ন প্রজাতির গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। উক্ত সম্পত্তিতে প্রতিপক্ষের বাবুল হোসেন পিতা মৃত জসিম উদ্দিন গ্ৰাম তুলসিরামপুর, রাশেদা, জয়বুল হক, মোরশেদা, শামসুল, বিজলি বেগম, রঞ্জু, আমেনা, শরিফুল, স্বপ্না, হাকিম, মোতাহার, আব্দুল লতিফ ও শাকিল সহ ভাড়াটি সন্ত্রাসীরা জমি দখলের পাঁতারা চালিয়ে যাচ্ছে এটি সঙ্ঘবদ্ধ চক্র। এ ঘটনায় গত ২৯/৬/২০২৩ ইং তারিখে উপজেলার কাঁশোপাড় ইউপির বড় চকচম্পক গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ আফজাল হোসেন বাদী হয়ে মফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারা মতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নওগাঁ বরাবর একটি মামলা দায়ের করেন। বাদীর দরখাস্ত আমলে নিয়ে উক্ত সম্পত্তিতে কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ ব্যাপারে মান্দা পুলিশের এসআই হাবিবুর রহমান জানান, বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী সরেজমিন ঘটনাস্থল গিয়ে উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য নোটিশ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।