মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে বিনামূল্যে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এরি ধারাবাহিকত আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদে এসব ভিজিএফের চাল বিতরণ করা হয়।
ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ২ হাজার ১ জন অসহায় দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ঈদ উপহার হিসেবে এসব চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের উদ্বোধন করেন ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর কায়সার হাবিব, ইউপি সদস্য শরীফ বাচ্চু, হাবিল উদ্দিন প্রামানিক, ইসমাইল হোসেন, নেক বর আলী সরদার,
মেছের উদ্দিন প্রামানিক, সংরক্ষিত মহিলা সদস্য
জুলেখা বিবি, রুপবান বেবি, গ্রাম পুলিশসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল জানান, সুবিধাভোগী দের নামের তালিকা অনুযায়ী নিয়ম তান্ত্রিকভাবে ১০কেজিঃ করে চাল বিতরণ করা হয়েছে।