মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া সান্তনা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সান্তনা আক্তার উপজেলার কুসুম্বা ইউপির, কুসুম্বা পশ্চিম পাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে। গত বুধবার (৩০ নভেম্বর) কুসুম্বা শাহী দাখিল মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন অপহরণকারী সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ওই স্কুল ছাত্রীর পরিবার।
ঐ ঘটনা অপহরণের শিকার ছাত্রী বাবা জিয়াউর রহমান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযুক্তরা হলেন কুসুম্বা পশ্চিম পাড়া গ্রামের মফিজের, তার ছেলে লেবু, ও ময়াজ উদ্দিন এর ছেলে আব্দুর রাজ্জাক। মেয়ের বাবা জিয়াউর রহমান জানান অপহরণের ৫ দিন পেরিয়ে গেলেও আমার মেয়েকে উদ্ধারে কোন ধরনের ভূমিকা নেয়নি পুলিশ।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর- এ আলম সিদ্দিকী জানান, মেয়ের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে একটি এজহার করেছেন। ঐ ছাত্রীকে উদ্ধারের তৎপরতা চলছে।