মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় একটি চুরি হয়ে যাওয়া চার্জার ভ্যান উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ আগস্ট) উপজেলার ৭নং প্রসাদপুর ইউপির গোটগাড়ি বাজার এলাকা থেকে চোরাই ভ্যানটি উদ্ধার করা হয়।
ভ্যান মালিক রায়হান আলী জানান, গতকাল সোমবার দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে গোটগাড়ী বাজার মোড়ে মিলনের ফার্নিচারের দোকানের সামনে রাস্তায় ভ্যানটি রেখে জনৈক আমিনুর রহমানের দোকানে পানি খেতে যান সেখান থেকে ৮/১০ মিনিট পর ফিরে এসে যথাস্থানে ভ্যানটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। খোঁজে খুঁজির একপর্যায়ে কোথাও ভ্যানের সন্ধান না পেয়ে বিকেল ৪ দিকে থানা পুলিশকে অবহিত করলে, এস আই জান্নাত সঙ্গীও ফোর্স নিয়ে তল্লাশি চালিয়ে গোটগাড়ী বাজারের মনোয়ারা ট্রেডার্স এর মালিক মোঃ মোফাজ্জল হোসেনের সারের-কীটনাশকের গোডাউন থেকে ভ্যানটি উদ্ধার করে হয়।
এর পর চুরির ঘটনায় ভ্যান মালিক রায়হান বাদী হয়ে ৩ জন কে আসামি করে একটি লিখিত অভিযোগ করেন। আসামিরা হলেন ১নং মোঃ মোফাজ্জল হোসেন, ২নং খয়বর রহমান, ৩নং রায়হান উদ্দিন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন,ভ্যানটি উদ্ধার করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।