নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
সেবা সহজীকরণ ও জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অন দ্যা স্পট ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়েছে। নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে (১১ এপ্রিল) মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলার তালমা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সন্মানিত অতিথি হিসেবে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।