সুদর্শন চক্রবর্ত্তী, নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার রাত ৭ ঘটিকায় ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলাধীন মেঘারকান্দী গ্রামের কানাই সকারকের মা চম্পা রানী সরকার (৬৫) রাস্তা পারাপারের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহিত চম্পা রানী সরকার ও তাদের সহপাঠীরা কবি গান শুনতে কান্দি নিশাতলা মহা শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পরে রাস্তা পারাপারের সময় অন্যান্য সবাই রাস্তা পার হতে পারলেও তিনি রাস্তা পার হতে পারেনি। ফলে খুলনা থেকে আগত দ্রুত গতির মাইক্রোবাসটি চম্পা রানী সরকারের উপর চাপা দিয়ে সেখান থেকে চলে যায়।
কিছু সময়ের মধ্যে দুর্ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত জনতা ঢাকা থেকে খুলনাগামী গ্রামীণ বাসটি ভাঙচুর করে।
খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশের কর্মীরা মৃত ব্যক্তি (চম্পা রানী সরকার) কে হাসপাতালে নিয়ে যান। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।