নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মৌমাছির কামড়ে বাবুল বিশ্বাস (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি ফরিদপুর জেলার কানাইপুর গ্রামে। তার পিতার নাম তাকুব্বর বিশ্বাস। জানা যায়, সে তার শালিকার বিয়ের অনুষ্ঠানে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের ছালাম বেপারী (শশুর) বাড়িতে আসে। বিয়ের দিন তিনি শালীকার সাথে শালীকার শ্বশুরবাড়ি মজলিসপুর গ্রামে বেড়াতে যায়।
পরে ১৪মে রবিবার সকালে সেখান থেকে নগরকান্দা বাজারে আসে এবং বাজার করে ভ্যান গাড়ীতে মজলিসপুর যাওয়ার পথে মেহেরদিয়া মোহাম্মদ আলীর বাড়ির সামনে পৌছালে আক্রমণের শিকার হয়। স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বলেন হাসপাতালে আনার আগেই সে মারা যায়। মৌমাছির কামড়ের সাথেসাথেই তার মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনরাও জানান।
এ ঘটনায় মৌমাছির কামড়ে আরও তিনজন অসুস্থ হয়। এদের মধ্যে মজলিসপুর গ্রামের রকিব মাতুব্বর (৬০) হাসপাতালে ভর্তি রয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। নিহত বাবুল বিশ্বাসের দশ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।