আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর মতো সংগঠনের সংখ্যা খুব বেশি নয়। রাজধানী থেকে দূরত্ব, নাগরিক সুযোগ-সুবিধার অভাবে নিভৃত পল্লীর মানুষ প্রতিদিনই সম্মুখীন নানাবিধ সমস্যার। দেশের সুবিধাবঞ্চিত এসব মানুষের অবস্থা উন্নয়নে তাদের পাশে দাঁড়াচ্ছে ফরিদপুরের ওলামা মাসায়েক পরিচালিত নগরকান্দা ও সালথার মানব কল্যান ফোরাম নামে একটি সংগঠন। তাদের এই উদ্যেগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এই লক্ষে শনিবার সকালে আল আরাফা সোস্যাল ইসলামী ব্যাংক- এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ মাসউদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, দারুল উলুম মডেল মাদরাসা প্রিন্সিপাল মুফতী সৈয়দ মুস্তাফিজুর রহমানের পরিচালনায় ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নের কাজী ভিলায় সংগঠনের পরিচিতি ও লক্ষ উদ্দেশ্য নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় রাজনীতির বাইরে অরাজনৈতিক সংগঠনে মাধ্যমে মানবতার কল্যানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সংগঠনের নীতি নির্ধারকরা।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা কাজী কামরুজ্জামান, মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী,মাওলানা মাহফুজুর রহমান, মুফতি সিহাবউদ্দিন,মাওলানা মোঃ মাসরুর, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি জসিমউদদীন, মুফতি নাজমুল হাসান, হাফেজ মোল্যা, মোঃ জিকরুল্লাহ, মাওলানা হাসমত উল্লাহ ও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম সহ নগরকান্দা- সালথার ওলামা মাসায়েক বৃন্দ।
২৯ শে সেপ্টেম্বর ২০২৩ সালে সংগঠিত সংগঠন নগরকান্দা সালথার মানব কল্যান ফোরামের বর্তমান সদস্য সংখ্যা ১৬৯ জন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।