প্রশান্ত বিশ্বাস,যশোর প্রতিনিধিঃ
" সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষাথী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নড়াইল সদর উপজেলা মাইজপাড়া ইউনিয়ন গড়ের হাট বাজারে, লাটায় এবং মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলে মেহেদী নামক এক যুবক মারা যায় , অপরজন বাঁধনকে মুমূর্ষ অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে যশোর কুইন্স হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
নিহত মোটরসাইকেল চালক নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাজার সংলগ্নে তাদের বাড়ি মেহেদী (১৮) ও আহত আরোহী বাঁধন ( ১৮)। নিহত দুই বন্ধু মাইজপাড়া মহাবিদ্যালয়ে ২০২৩ বর্ষের এইসএসসি পড়ুয়া শিক্ষার্থী।
শনিবার (২৫ )ফেব্রুয়ারি বেলা ১ টার দিকে নড়াইল-মাগুরা সড়কের গড়ের হাট নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, শনিবার বেলা ১ টার দিকে মেহেদী ও বাধন ঘরের হাট থেকে মাইজপাড়া বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে । পথিমধ্যে নড়াইল - মাগুরা সড়কের ঘরের হাট নামকস্থানে পৌঁছালে তাদের সামনে একটি ঈট বোঝাই লাটা ও মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে তারা দু’জন গুরুত্বর অবস্থায় এক জন ঘটনাস্থলে নিহত হয়। অপর জন সহ স্থানীয়রা তাদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় মেহেদী মারা যায়।
সংবাদ পেয়ে ছুটে যান মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সহ
নড়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের চালক ও আরোহীর মাথায় কোন হেলমেট ছিল না। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।