এস এম জীবন রায়হান,শরীয়তপুর প্রতিনিধিঃ
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নড়িয়া উপজেলায় টানা ৩য় বারের মতো একে এম ইসমাইল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারী ভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন সর্বমোট ৩০ হাজার ২২৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন সিকদার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৫২৭ ভোট। এছাড়া আনারস প্রতীক নিয়ে আলাউদ্দিন বেপারী পেয়েছেন ২ হাজার ২৮৬ ভোট।
৮ মে বুধবার রাতে জেলা নির্বাচন অফিস হলরুমে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল মান্নান এই ফল ঘোষণা করেন।
ভাইস চেয়ারম্যান হিসেবে তালা প্রতীক নিয়ে মোঃ আলমগীর ফকির নির্বাচিত হয়েছেন।
তিনি সর্বমোট ভোট পেয়েছেন ২৮ হাজার ১৯২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীক নিয়ে জাকির হোসেন বেপারী পেয়েছেন ২৪ হাজার ৮৩৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে হাঁস প্রতীক নিয়ে সুলতানা রাজিয়া মনি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন সর্বমোট ৩৮ হাজার ৪৩৩ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে রাবেয়া আক্তার পেয়েছেন ৯ হাজার ২৫৬ ভোট। এছাড়া বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা কলস প্রতীক নিয়ে পেয়েছে ৫ হাজার ৩৪২ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ২ লাখ ২২ হাজার ২১২ জন ভোটারের মধ্যে ৫৩ হাজার ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। যা শতকরা ২৩.৯৩ শতাংশ। বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৭৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটারের উপস্থিতি খানিকটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণী, শান্তিপূর্ণভাবে নড়িয়া উপজেলায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়, কোথাও কোনও গোলযোগের ঘটনা ঘটেনি।