আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ
নতুন আরবি বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফ। ব্যয় বহুল এবং জটিল আয়োজনের মাধ্যমে নতুন গিলাফে মোড়ানো হয় পবিত্র কাবা শরীফ ।
বুধবার দশ ধাপে ‘পুরাতন গিলাফ’ পরিবর্তন করা হয়। পুরাতনটি সরিয়ে হাতে তৈরি নতুন গিলাফটি কাবায় লাগাতে অংশ নেয় ১৩০ জনের একটি প্রশিক্ষণ প্রাপ্ত দল। এবং এতে আরও ছিলেন প্রযুক্তিবিদ ও গিলাফটির নির্মাতা সদস্যরা ।
কাবায় যে নতুন গিলাফটি লাগানো হয়েছে সেটাতে কাঁচা সিল্ককের সুতা,, ১২০ কেজি সোনার তার এবং ১০০ কেজি রুপার তার দিয়ে তৈরি করা হয়েছে।
পুরো বছরজুড়ে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনে খুবই সতর্কতার সঙ্গে পবিত্র কাবার গিলাফটি তৈরি করা হয়।
সিল্ককের সুতা দিয়ে তৈরি গিলাফের কালো অংশটিতে সোনার তার দিয়ে পবিত্র কোরআন শরীফের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে।
কাবার গিলাফ পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষভাবে তদারকি করেছে একটি বিশেষ দল। আর এগুলো একেকটি তৈরি করতে সময় লেগেছে ৬০ থেকে ১২০ দিন এবং গিলাফটি মোট ৫৬টি টুকরায় তৈরি করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।