মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক:
নতুন ভাবে নতুন বছরে মিলন মেলার আয়োজন করেছে বিশ্বতান।।
“যুক্ত করো হে সবার সঙ্গে”
বিশ্বতান -২০২৩
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্বা ডাঃ জি এম সামসুদ্দিন।বিশ্বতানের প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য। সভাপতি নরেণ সাহা, এম.ডি মৌবনী বিশ্বাস, সহ সভাপতি নিবেদিতা, উপদেষ্টা তপন দাস,সচিব উৎপল শীল,সাধারণ সম্পাদক অর্পিতা অাচার্য্য, অর্থসম্পাদক কনক বিশ্বাস, স্থায়ী কমিটির সদস্য রুবেল চৌধুরী,সুমন আচার্য্য,ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্রাবন্তী,সুমি দাশ গুপ্তা,অন্যন্যা,সুমি বিশ্বাস, সুকন্যা,সাথী,অন্নেষা,সুরমী,অনামিকা দাশ চৌধুরী,চন্দ্রিমা, পুস্পিতা,রুপ শুভদীপ,মৈত্রী,জ্যোতি, অর্পনা, অরিন্দম,বিকাশ,দীপা,মৃদুল, অনিন্দম,অপারাজিতা,কায়ছার, চম্পক,নিতু,বাঁধন,খোকন, মিকাত,শাওন ও সোমেন প্রমুখ।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রিয়াজ ওয়ায়েজ।প্রধান আলোচক নাসির উদ্দীন হায়দার,বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরিফ আহম্মেদ,আব্দুল হান্নান চৌধুরী,আবদুল নুর, ওবায়দুল হক মনি,লায়ন সাইদুর রহমান মিন্টু,সবুজ সাহা,ফরিদুর রহমান ফরিদ,প্রণব রঞ্জন চক্রবর্তী, ওবায়দুল হক মনি,আব্দুল হান্নান চৌধুরী, সহ অনেকেই উপস্তিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, মীরা দাশ, শিবলু কুমার দাশ,শান্তুনু মিত্র,দেবাশীষ রুদ্র,তাপস কুমার আচার্য,শাহিদ এমরান সিশু, জিসান ও অশোক প্রমুখ।।
আজকের অনুষ্ঠানে মুক্তি পেয়েছে বিশ্বতানের থিম সং “নব প্রত্যয়ে এগিয়ে যাবে আমাদের বিশ্বতান”
গীতিকার-তাপস কুমার আচার্য ও সুরকার-রুবেল চৌধুরী।
এস.এস.সি দের কৃতি সংবর্ধনা সহ সকল অতিথিদের সম্মাননা প্রদান করেন।। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অর্পিতা আচার্য্য ও কনক বিশ্বাস।।
মিডিয়া পার্ঠনারঃবিজয় টিভি,মাতামুহুরি টিভি,এশিয়ান টিভি,চ্যানেল 24।।
সাংবাদিক হিসেবে ছিলেন মুন্নি আক্তার।।