কামরুজ্জামান শিমুল,বাগেরহাট জেলা প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবছরও বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ১১ঃ০০ ঘটিকায় বাগেরহাট জেলা সদরের কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই স্কুল ড্রেস বিতরণ করা হয়। কোরিয়া প্রবাসী “সুলতান- জোবেদা ফাউন্ডেশন” এর চেয়ারম্যান হাসিবুল কবির ক্যাপ্টেনের পক্ষ থেকে বিদ্যালয়ের অসহায় এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া সকল ছাত্রীদের হাতে এই স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। এসময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বিগত ৫-৬ বছর পূর্ব থেকে প্রতিবছরই “সুলতান- জোবেদা ফাউন্ডেশন” এই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর গরিব মেধাবী এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি সকল নতুন ছার্ত্রীদের হাতে স্কুল ড্রেস তুলে দিয়ে আসছেন। তাছাড়া বিগত সময়ে স্কুলের উন্নয়নে নগত অর্থ দিয়েও এই ফাউন্ডেশন সহায়তা করে আসছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম বলেন গত ৬ বছর যাবত এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসিবুল কবির ক্যাপ্টেন বিদ্যালয়ের অসহায় এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া সকল নতুন ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করে আসছে। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা দেওয়া হয়েছে বিদ্যালয়ের বেঞ্চ কেনার জন্য। স্কুলের পানির লাইন নির্মাণের জন্যও একলক্ষ টাকা দিয়েছে। তাছাড়া এই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুলের সার্বিক উন্নয়ের জন্য সহায়তা অব্যাহত রেখেছে বলেও জানান এই প্রধান শিক্ষক।