আলী আজীম,মোংলা (বাগেরহাট):
পুরনো বছরের হতাশা, দুঃখ, অবসাদ ধুয়ে যাক এই আমার কামনা। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। রইল নববর্ষের একরাশ শুভেচ্ছা।
১৪২৯ কে বিদায় জানিয়ে ১৪৩০ কে স্বাগত জানানোর মধ্যদিয়ে মোংলাবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত প্রবাসীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, তারুণ্যের প্রতিনিধি সুদুর আমেরিকা প্রবাসী দীপঙ্কর মৃধা দীপু।
পুরনো বছরের হতাশা, দুঃখ, অবসাদ ধুয়ে যাক এই আমার কামনা। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। রইল নববর্ষের একরাশ শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক।দেশে ও বিদেশে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল অপশক্তি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলার জনগণ সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলার প্রতিটি জনগণ। নববর্ষে নতুন দিনে, নতুন বছরে সবার ভালো কাটুক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
বিদায় ১৪২৯ বর্ষ । নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালির। নতুন বছর মানেই বাঙালি জাতির কাছে ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। নতুন বছর মানে শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা, আর কত কী!
পুরাতন বছরের দুঃখ,হতাশা ভুলে দেশ বাসী আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন।সবাইকে ১৪৩০ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।
আসো সবাই হাত ধরে আগামীকে ভালো রাখার শপথ বাক্য পাঠ করি। ১৪৩০-এ বিশ্ব হোক মাদক মুক্ত।