শহিদুল ইসলাম সোহাগ, টেকনাফ প্রতিনিধিঃ
আলোকিত নয়াবাজার গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা ঐতিহ্যবাহী সংগঠন নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদ কর্তৃক "কৃতী শিক্ষার্থী সংবর্ধনা'২০২৪" ঈদের ৪র্থ দিন বৃহস্পতিবার ,দুপুর ২ টায় নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি লুৎফুর রহমান কাজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকের এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত হয়েছেন পর্যায়ক্রমে, নয়াবাজার এলাকা থেকে ২০২৩-২৪ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীবৃন্দ, ২০২৩ সালের পঞ্চম শ্রেণির সাধারণ বৃত্তি প্রাপ্ত এবং সংগঠনভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট জনাব মোহাম্মদ সালাউদ্দীন সিকদার,নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ফরিদুল আলম, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মহেশখালী পৌরসভার হিসাবরক্ষক জনাব সৈয়দ হোসাইন সেলিম,উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হোসাইন আহমদ তসলিম,হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব আব্দুল মালেক, অত্র এলাকার জনপ্রতিনিধি ৭নং ওয়ার্ড মেম্বার জনাব বাদশা মিয়া, মহেশখালীয়া পাড়া বাহরুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা সৈয়দ আব্দুল মালেক ও মাওলানা আয়ুব আলী।কক্সবাজার দায়রা ও জজ আদালতের শিক্ষানবীশ আইনজীবী জনাব নুরুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নয়াবাজারের কৃতী সন্তান জনাব লুৎফুর রহমান সিকদার।
উপদেষ্টা ফোরামের পক্ষে বক্তব্য রাখেন, নয়াবাজার আর্দশ ঐক্য পরিষদ এর সম্মানিত উপদেষ্টা জনাব আফছার উদ্দীন, জনাব শাকের হোসাইন আব্দুল্লাহ, উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল জলিল ও সরওয়ার কামাল।
প্রেসিডিয়াম ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ ইউনুছ। ।
অনুষ্ঠান সার্বিক পর্যবেক্ষণে ছিলেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুল ইসলাম সাঈদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জনাব রেয়াজ মাহমুদ অভি, দপ্তর সম্পাদক তারেক ইকবাল জিয়া,পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম মিয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনাব মিজানুর রহমান জয়।।
চিত্র ধারণে ছিলেন অত্র সংগঠনের প্রচার সম্পাদক জনাব শহীদুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদ প্রতিবছর শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য সংবর্ধনার আয়োজনে শিক্ষার প্রসারে বড় অবদান রাখছে এবং কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন, ক্যারিয়ার গঠনের জন্য শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্ত থেকে বের হয়ে বই নিয়ে পড়ার পরামর্শ দেন,শুধু চাকরি করার টার্গেট না নিয়ে অন্যদের চাকুরী দেওয়ার জন্য নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন,অনেকে বলেন অত্র সংগঠন নিজেদের সদস্যদের ফি নিয়ে দীর্ঘ ১৭ বছর সমাজের কল্যাণ করে যাচ্ছে যারা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
কৃতী শিক্ষার্থীদের থেকে অনুভূতি প্রকাশ করেন, এ+ প্রাপ্ত শিক্ষার্থী শাহেদুল কবির সিকদার, আজিজা কাউছার সুমা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরাজ মোহাম্মদ নয়ন ও সৈয়দ মোর্তজা ফরহাদ।
উক্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সভাপতির সমাপনী বক্তব্যে সমাপ্ত হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।