আব্দুল আলিম,বিশেষ প্রতিনিধিঃ
''বাজেট বাড়ুক শিক্ষায়, নারী-পুরুষ সমতায়'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দিনব্যাপী শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতা ও ভাব বাংলাদেশের আয়োজনে বেলাবো উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এম এম জাহিদ হাসানের সভাপতিত্বে ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদুকের অবসরপ্রাপ্ত পরিচালক ও বেলাবো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মো. আরিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, বেলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (শাফী), বেলাবো সরকারি পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি।
আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী বেলাবো প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহেদ আলী, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, মোঃ এনামুল হক, বেলাবো প্রেস ক্লাবের সহ-সভাপতি আমিনুল হক, মাদ্রাসা সুপার আঃ রশিদ, বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সবুজ মিয়াসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় জেন্ডার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।