এ,কে,এম,খোরশেদ আলম, নাটোর জেলা প্রতিনিধিঃ
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন রোজিনা আক্তার উপজেলা নির্বাহি কর্মকর্তা নলডাঙ্গা নাটোর।
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ২৭জুন রাত ১০ টা হতে হালতি বিল মৎস্য অভয়াশ্রমে (ট্যাংকি) অভিযান পরিচালনা করা হয়। বিলে পানি আসা শুরু হওয়ার সাথে সাথে কিছু অসাধু মানুষ অভয়াশ্রমের মাছ শিকারের উৎসবে নেমেছে। আজ অভিযান পরিচালনা করে রাত ১১. ৩০ ঘটিকার সময় চারজনকে মাছসহ ( মা বোয়াল) হাতে নাতে বিলের মধ্য হতে ধরা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ধৃত আসামীদেরকে ২৪ ( চব্বিশ) ঘন্টার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একদিন পরেই পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহান বহিঃপ্রকাশ হওয়ার কথা অথচ সামান্য কিছু মাছের লোভে রাত জেগে অবৈধ কাজে গ্রামের সাধারণ মানুষ লিপ্ত হচ্ছে যা খুবই দু:খজনক। শুধুমাত্র ঈদের বিষয়টি বিবেচনা করে নামমাত্র শাস্তি প্রদান করা হলো। প্রকৃতপক্ষে শাস্তি দেয়া মোবাইল কোর্টের উদ্দেশ্য নয়, সচেতন করাই মুখ্য। আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক বিষয় বোঝার তৌফিক দান করুন।
গ্রেপ্তারকৃতরা হলঃ (১) জনি ( পিপরুল), (২) রিপন মাঝি( পিপরুল), (৩) আইয়ুব আলী( পাটুল), (৪) মুকুল (পিপরুল)।
জব্দকৃত মাছগুলো রাতেই দুর্লভপুর মাদ্রাসা ও ইয়াতিমখানায় বিতরণ করা হয়।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।