মোঃ সবুজ খান, মির্জাপুর টাংগাইল
জন্ম লগ্ন থেকে নদী টাকে দেখে আসছি শুধু খেয়া নৌকা চলাচল করে। এই নদীতে ব্রিজ হবে কিনা জানিনা। আসছে সামনে বর্ষাকাল তাই এই ভোগান্তির শেষ কোথায় হবে বর্ষার সময়ে ঘাট পার হতে আধা-ঘণ্টা সময় কেটে যায়, নাগরপাড়া, আরুহা,নবগ্রাম,কহেলা সহ অত্র এলাকার একসময়ে সবচেয়ে বড় হাট ছিল এ-ই নাগরপাড়ার হাট।নাগরপাড়ার বাজারের দক্ষিণে রয়েছে কহেলা গ্রাম ও কহেলা কলেজ। নাগরপাড়া বাজার থেকে নদী পার হয়ে যেতে হচ্ছে কলেজের কোমল মতি ছেলে মেয়েদের। এলাকাবাসী জানান কয়েকবার কয়েকজন কলেজ ছাত্রী নৌকা ডুবে মারাও গেছে কিন্তু নদীর উপর একটি ব্রিজ হলো না এ-ই এলাকার অনেক বড় বড় রাজনৈতিক নেতা ও বড় বড় সরকারি কর্ম কর্তা রয়েছে কিন্তু কারো মাথা ব্যাথা নেই। আর নাগরপাড়া হাট শুধু ব্রিজ না থাকার কারণে হাটের কেনা-কাটার অবস্থান খারাপ হয়ে পড়েছে। এই হাটের পাশদিয়ে একসময় বড় বড় পানছি নৌকা অনেক দূরে থেকে আসতো শুধু যোগাযোগের অবস্থা খারাপ হওয়ায় ও নদী নষ্ট হয়ে যাওয়ায় সবকিছু চলাচল বন্ধ হয়ে গেছে। এই নদীতে ব্রিজ টা হলে হয়তোবা আবার আগামীর পথ চলাটা নতুন করে শুরু হত।