এ,কে,এম,খোরশেদ আলম,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বপ্না বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
২৩ জুলাই রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি রেলওয়ে ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম নওগাঁ জেলা সদরের কুমাইগাড়ী এলাকার রেজাউল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম ও স্থানীয়রা জানান, এই নারী দীর্ঘ সময় ধরে কখনও রেল লাইনের ধারে আবার কখনও রেল লাইনের ওপরে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিল কারো সাথে।
এ সময় খুলনা থেকে চিলাহাটি গামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে রেল লাইনের পাশে রেখে দিয়ে সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌছে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
তবে তিনি নাটোরের এই রেল লাইনে কেন বা কি জন্য এসেছেন তা কেউ বলতে পারেনি।
এ,কে,এম, খোরশেদ আলম
নাটোর।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।