স্টাফ রিপোর্টারঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সমাজ সেবামূলক সামাজিক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা, বৃক্ষরোপণ, প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। গতকাল শনিবার বেলা ১১ টায় কেক কাটার পর সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণের পর বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে ফুটবল টুর্ণামেন্ট মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হয়। বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি সয়ন শেখের সভাপতিত্বে ও সহ-সভাপতি অ্যাভোকেট মাহমুদ হাসানের, সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন জেলা শাখার সাবেক সভাপতি এএনএম হুমায়ুন কবির সাগর, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরী, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, নাহিদ আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিতা দত্ত, কুসুমপুর জাগরণী সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক কেএম সবুজ আহমেদ, সহ-সভাপতি শুভঙ্কর কুন্ডু, মোঃ বায়েজীদ খান, আইটি ও মিডিয়া সম্পাদক মারুফ শেখ, কোষাধক্ষ্য ইয়ামিন হোসেনসহ আরো অনেকে। উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিক্রমপুর রক্তদান সংস্থা নামে সামাজিক সংগঠনটির সুচনা হয়। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৩ বছরে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে রক্ত সরবরাহসহ বিভিন্ন মাধ্যমে রোগীদের প্রয়োজনে রক্ত পৌঁছে দেওয়া হয়। এছাড়া সংগঠনটির সদস্যদের সমন্বয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে স্বেচ্ছায় রক্ত দানে আগ্রহী করে তোলার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনাসহ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহায্য সহযোগীতা করে আসছে সংগঠনটি। শুরুতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী ও রক্তদাতার সংখ্যা কম হলেও বর্তমানে নিয়মিত রক্তদাতা সদস্যের সংখ্যা প্রায় শতাধিক।