ঝালকাঠিতে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়েছে।এর পরপরই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজারো মানুষ। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ,জেলা আওয়ামী লীগ,জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল,জেলা পরিষদ,উপজেলা পরিষদ,পৌরসভা,শিক্ষক সংগঠন,টেলিভিশন সাংবাদিক সমিতি,প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠন,আইনজীবী,স্বাধীনতা চিকিৎসা পরিষদ,ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদিকে সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল স্টেডিয়ামে পায়রা ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।পরে তিনি ও পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
এছাড়াও দিনভর নানা কর্মসূচির মধ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,মনোজ্ঞ ডিসপ্লে,খেলাধুলা,বিজয় র্যালি,আলোচনা সভা,জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা,শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।