স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা’র ৬২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২০মে) নান্দাইল উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন আচারগাঁও মাদ্রাসার বিপরীত পাশে আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদং মধুপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুল আমিন, আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই, সাবেক পৌর কমিশনার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক সজিম উদ্দিন, নান্দাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক আলী আজম, শিক্ষা সচিব নেছার আহমেদ দীপু, আচারগাঁও ফাজিলা মাদ্রাসার সাবেক গভর্ণর হেলাল উদ্দিন, নতুন কুড়ি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আবু বক্কর, অভিভাবক হারুন অর রশীদ, ডা: যায়িদ, হাফেজ মাও. আব্দুল্লাহ বিন আসাদ, আশরাফুল ইসলাম রিপন প্রমুখ। বক্তব্য শেষে শিক্ষার্থীরা কোরআন তেলওয়াত, আরবী, বাংলা ও ইংরেজী ভাষায় বক্তব্য প্রদানের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথিবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার শিক্ষার মান উন্নোয়নে খুবই সন্তোষ প্রকাশ করেন। পরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উত্তোরত্তর মঙ্গল কামনা করে দেশ ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।