স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকার জের হাতাহাতির ঘটনায় কফিল উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লংপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, কফিল উদ্দিন লংপুর গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে ফরস আলীর পুত্র। একই গ্রামের আলাল উদ্দিনের পুত্র আউয়াল মিয়ার সাথে শান্তিনগর বাজার মোরে কথাকাটি হয়। একপর্যায়ের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্থানাীয় লোকজন বাধা দিলে কোন রক্তপাত বা জখমের ঘটনা ঘটেনি। তবে হাতাহাতির পর কফিল উদ্দিন আহত হয়। এসময় কফিল উদ্দিন একটি চেয়ারে বসলে পরপরই চেয়ার থেকে মাটিতে ঢলে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে সে মারা যায়। পরিবারের সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনের ছোট ভাই বাচ্চু মিয়া স্থানীয় শান্তিনগর বাজারসংলগ্ন কিছু জমি স্থানীয় আব্দুর রহিমের কাছে বিক্রি করেন। এই বিক্রিতে সহযোগিতা করেন একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে আ. আউয়াল। এই সহযোগিতার জন্য আউয়ালকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। টাকা দিতে বিলম্ব হওয়ায় দুপুরের দিকে বাচ্চু মিয়াকে মারধর করেন আউয়াল মিয়া। সন্ধ্যায় এই সমস্যা সমাধানের জন্য আউয়াল মিয়াকে স্থানীয় শান্তিনগর বাজারে ডেকে কথা বলেন কফিল উদ্দিন। সেখানেই এ ঘটনা ঘটে। চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামান্য বিষয় নিয়ে খুনের মতো বড় ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।’ নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের সময় স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।