বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আব্দুস সাত্তার পিপি নিযুক্ত হলেন কালিগঞ্জ অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন হাফিজুর রহমান কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত  সাংবাদিকদের তথ্য না দিয়ে উধাও মাদ্রাসা সুপার,সুপারের নিয়োগ বাতিল চায় এলাকাবাসী আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে: মুফতী খলীল আহমদ কাসেমী  বোয়ালখালীতে এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিশ হাজার জরিমানা ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা আটক চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  পুলিশের পোশাক পরে গরু চুরির আটক চারজন 

নান্দাইলে ১৫ দিন ধরে লোডশেডিংয়ের দূর্ভোগ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ঃ

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর সমগ্র বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা প্রদান করেছেন। তারই ন্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়ন করা হলেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না।

এতে বোরো মৌসুমে সেচ কার্যক্রম সহ স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, বিভিন্ন পরীক্ষার্থী, সাধারণ জনগণ ও বিভিন্ন খামারীরা পড়েছে চরম দূর্ভোগে। এরজন্য বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন বিদ্যুৎ গ্রাহকরা।

এদিকে আত্ম সংযমের মাস পবিত্র মাহে রমজান মাসও বাদ পড়েনি লোডশেডিং এর কবল থেকে। সারাদিন রোজা রেখে প্রতিদিন সন্ধ্যায় ইফতার খাওয়া, তারাবির নামাজ পড়া ও সেহরি খাওয়ার সময়টুকু নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবী জানিয়েছেন মুসুল্লীগণ।

একই সাথে সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ নান্দাইল পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিগণ অন্তত এই তিনটি সময়ে বিদ্যুৎ থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। নান্দাইল পৌর সদর সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের (১৩ ইউপি) একই অবস্থা।

সারাদিন তো বিদুৎ এই আসছে, এই গেছে অবস্থা বিরাজ মান। লোড শেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারন জনগণ। ইফতারের সময় বিদ্যুৎ পাওয়া যায় না, আবার তারাবির নামাজের সময়ও বিদ্যুতের তো দেখাই মিলছে না, আর সেহরির সময় মোমবাতি, কুপি বাতি ও হারিকেন জ্বালিয়ে কোন মতে সেহরি শেষ করতে হয়।

এরকম দূরাবস্থার মধ্যে রমজান মাস পার করতে চায় না মুসুল্লীরা। তবে লোড শেডিংয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শুরু হচ্ছে তোলপাড়। নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠেছে। তবে এরপরেও বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ নিচ্ছে না কোন ব্যবস্থা।

যদিও বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের লক্ষ্যে নান্দাইল উপজেলার মুশুল্লী ও কানরামপুর নামক স্থানে বিদ্যুতের গ্রীডসহ একাধিক সাব স্টেশন রয়েছে। কিন্তু কোন ধরনের কর্ণপাত না করেই লোডশেডিংয়ের বিষয়টি এড়িয়ে চলছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা (ডিজিএম) প্রকৌশলী বিপ্লব চন্দ্র সরকার জানান, নান্দাইল উপজেলায় যতটুকু বিদ্যুতের মেগাওয়াট প্রয়োজন ততটুকু না থাকায় লোডশেডিংয়ের মুখে পড়তে হচ্ছে। তবে শীঘ্রই এ বিষয়টির সমাধান হবে বলে আশা করছি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।