সোলাইমান,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
মায়ে সাথে রোববার নানার বাড়ি বেড়াতে গিয়েছিল বারো বছর বয়সী তানিশা আক্তার।
পরদিন বিকালে বাড়ি ফেরার কথা। ফিরলেন ঠিকই তবে জীবিত নয় লাশ হয়ে।কারণ দুপুরে
ডুবে মারা যায় শিশু তানিশা আক্তার। ঘটনাটি
(সোমবার) দুপুর আড়াইটার দিকে চিননদন্ডী
ইউনিয়নস্হ ফতেয়াবাদ আব্দুল মজিদ কেরানির বাড়িতে ঘটে। তানিশা হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মদন হাট বাতু ড্রাইভার
প্রবাসী শামসুল আলমের মেয়ে ও ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গতকাল বেলা ১২ টায় নিহতের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পর বারিবারিক
কবরস্থানে দাফন করা হয় শিশু তানিশাকে।
নিহতের মামা মোঃ রিয়াজ উদ্দিন জানান রোববার মায়ের সাথে ফতেয়াবাদ নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে বাড়ির পুকুরে মামাত ভাই মামাত বোনদের সাথে পুকুরে গোসল করতে যায়।
তানিশা সাঁতার না জানায় পুকুরে সিঁড়ি থেকে নিচে দিকে পড়ে ডুবে যাওয়ার উপক্রম হলে আরেক
খালাত বোন তাকে টেনে বাঁচাতে চেষ্টা করলেও পারেনি। দ্রুত মামাত ভাই পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণ পুকুরে থলে তালিয়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার
করে স্থায়ী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি বলেন খালাত বোন মামাত ভাই সবাই প্রায় সমবয়সী। এদিকে তনয়ার মৃত্যু সংবাদ পেয়ে দুবাই থেকে ছুটে আসেন পিতা। জানাজার নামাজ শেষে নিহতের
দাফম কার্য সমাপ্ত হলেও বার বার মুছা যাচ্ছেন মা। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।