মোঃ সবুজ খান, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মির্জাপুর উপজেলার বাঁশতৈল বাজারের স্বপ্ননীড় ক্যাফে এন্ড ফাস্টফুডে দীর্ঘদিন ধরেই চলছে অনৈতিক কাজ সহ অবৈধ ব্যাবসা দাবি স্থানীয়দের।তারই ধারাবাহিকতায় গত রবিবার (৪ই মে) সকাল আনুমানিক ১১ টার দিকে এই ক্যাফেতেই আবারও ছেলে-মেয়ে যায়।মেয়ের পরিবার টের পেয়ে ক্যাফেতে ঢুকে তাদের আটক করে মারধর করে।সাথে সাথেই জনতার ভীর।
খবর পেয়ে দৈনিক গণমুক্তি পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন (৩১) ঘটনাস্থলে নিউজ সংগ্রহ করতে গেলে প্রথমে তাকে বিল্লাল হোসেন নামের এক ব্যাক্তি বাঁধা দেয়,পরে ভিডিও করতে থাকলে একপর্যায়ে তার মোবাইল ছিনিয়ে নেয় বিল্লাল নামের ওই ব্যাক্তি। পরে সুযোগ পেয়ে তার উপর অতর্কিত হামলাও করা হয়।এতে তার ডানহাতের তালুর এক হার ফেটে যায়।পরে বাঁশতৈল ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিলে জানতে পারে যে তার হাতের তালুর হাড় ফেটে গেছে।বিল্লালে বাড়ি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতীল এলাকায়।তার বাবার নাম শুকুর মুন্সি।
পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে গিয়ে ভর্তি থেকে বাকী চিকিৎসা করায় আহত সাব্বির।পরে বিল্লাল হোসেন সহ অজ্ঞাত ৪-৫ জনকে বিবাদি করে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাব্বির বলেন,হঠাৎ করে শুনলাম স্বপ্ননীড় ক্যাফেতে ঝামেলা হচ্ছে। পরে গিয়ে ভিডিও করতে থাকলে বিল্লাল নামের ওই অভিযুক্ত ব্যাক্তি আমাকে বাঁধা দেয়,পরে মোবাইল ছিনিয়ে নেয়।মোবাইল ছিনিয়ে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। আমি মোবাইল ফোন উদ্ধার করতে গেলে বিল্লালসহ আরও কয়েক জন আমার উপর হামলা চালায়।ফলে আমার হাতের তালুর হাড় ফেটে গেছে।আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন,তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।