আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা পশুর নদী থেকে মো: জাবের আহমেদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ও তুরন মিয়ার ছেলে। জাবের ২০২২ সালের এক জুলাই থেকে ওই জাহাজের গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাইফপোট জেটি এলাকা থেকে ভোর ৪ টায় ভাসমান অবস্থায় ঐ যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
জানা যায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মোংলার পশুর নদীর ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে প্রতিষ্ঠানের নিজস্ব গ্যাসবাহী জাহাজ 'এমটি ডেলটা-১' জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার মো: জাবের আহমেদ (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) নিখোঁজ হয়।
এর পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানান কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো: আরদেশ আলী বলেন, আমরা ভোর ৪টায় সাইফপোট জেটি থেকে ভাসমান অবস্থায় লাশটি আমরা উদ্ধার করি।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।