প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৪, ১২:১৭ পি.এম
নোয়াখালীতে পুলিশ পরিচয়ে প্রতারণা করতেন
নোয়াখালী:
নোয়াখালীর সদর উপজেলায় পুলিশ (ভুয়া) পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের দায়ে মো. সোহাগ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহাগ সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সালেহপুর গ্রামের মৃত ইদ্রিস পাটোয়ারীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, সোহাগ নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে চাকরির লোভ দেখিয়ে স্থানীয় মো. ফরহাদ হোসেন, মো. আবুল হাশেম, বানু লাভলী, মো. তারেক ও সাইফুল ইসলামের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীরা এ বিষয়ে পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিকে আজ দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com