মোঃ মিজানুর রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীবাসীর বহুদিনের প্রাণের দাবি, ও মাননীয় মন্ত্রী মহোদয়ের আশ্বাসকৃত নোয়াখালী বিমানবন্দরের বিষ য়ে সর্বশেষ জানতে নোয়াখালী ৪ ( সদর – সুবর্ণ চর) এমপি পদ প্রার্থী সোহাগ চৌধুরী নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সাক্ষাৎ করেছে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিমানমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী মহোদয়ের সাথে ।
মিন্টু রোডের মন্ত্রীর সরকারি বাসভবনে ২১ শে আগস্ট রোজ সোমবার সময় রাত আট ঘটিকা ।। নোয়াখালীর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নিজ জেলার উন্নয়নে জনমানুষের এই দাবী অতি শীঘ্রই যাতে বাস্তবায়িত হয় এ বিষয়ে আজ সাক্ষাৎ করেছে সোহাগ চৌধুরী নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমানমন্ত্রী মহোদয়ের সাথে।
এ সময় সাবেক ছাত্র নেতা জনপ্রিয় নেতা সোহাগ চৌধুরী বলেন, বাংলাদেশের প্রাচীনতম জেলা নোয়াখালী জেলা।
এ জেলা একটি বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ ও একটি ইকনোমিক জোন রয়েছে।
এ ছাড়া লক্ষ লক্ষ প্রবাসে কর্মরত আছে যারা রেমিট্যান্স অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । নোয়াখালী তে একটি ক্যান্টমেন্ট ও রয়েছে।
সকল দিক বিবেচনা করে নোয়াখালী তে একটি বিমান বন্দর খুবই জরুরি ভিত্তিতে প্রয়োজন। পাশাপাশি প্রবাসীদের যাতায়াতের কষ্ট লাঘব হবে।
সাবেক ছাত্র নেতা সোহাগ চৌধুরী আরো বলেন এ ছাড়া বিমানবন্দর হলে নোয়াখালী তে পর্যটন শিল্প আরো বিকশিত হবে।যা জাতীয় অর্থনীতি তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
সাক্ষাতে মাননীয় বিমানমন্ত্রী জানান তিনি নোয়াখালী থেকে ফেরত এসেই মাননীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত জানান।
বিষয়টি বর্তমানে প্রধানমন্ত্রীর নিকট রয়েছেন।
মাননীয় বিমান মন্ত্রী সোহাগ চৌধুরী কে আশ্বস্ত করেন তিনি বিষয়টি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরে এমপির সাথেও আলাপ করবেন।
নোয়াখালী মাটি ও মানুষের নেতা সোহাগ চৌধুরী বিশেষভাবে মন্ত্রী মহোদয় কে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য এবং দ্রুত বিমানবন্দর বাস্তবায়নের ব্যাপারে অনুরোধ করেন।।
সাক্ষাৎ শেষে জননন্দিত নেতা সোহাগ চৌধুরী মাননীয় বিমান মন্ত্রী কে ক্রেস্ট প্রদান করেন। মন্ত্রী মহোদয় এমপি পদ প্রার্থী সোহাগ চৌধুরী কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বশেষে বাংলাদেশ ছাত্র লীগের সোনালী অর্জন সোহাগ চৌধুরী মন্ত্রী মহোদয় কে স্মারকলিপি প্রদান করেন।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন – এম এইচ রহমান ফুয়াদ,
সাজ্জাদুল ইসলাম সোহেল, তপু সৌমেন,প্রিন্স,আজাদ সহ আরো অনেকে।