আলী আজীম, মোংলা (বাগেরহাট)
চতুর্থবারের মতো বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বেগম হাবিবুন নাহার এমপি নির্বাচিত হওয়ায় নেতা কর্মিদের আনন্দ যেন থামছেই না। কর্মিদের বাধভাঙ্গা উল্লাস মিলে যাচ্ছে আবেগঘন পরিবেশে।
নির্বাচনে জয়ী হওয়ায় প্রিয় নেতার প্রতি এমনই আনন্দ প্রকাশ করতে গরু কেটে শত শত লোককে খাওয়ালো এক কাউন্সিলর। বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের নাম মোঃ শরিফুল ইসলাম। বুধবার (১০ জানুয়ারী) বিকেলে পৌর শহরের শ্রম কল্যান রোডে তিনি গরু কেটে কয়েক'শ সাধারণ মানুষের মাঝে বিরিয়ানি খাওয়ান।
মোংলা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম বলেন, আমার নেতা খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক। তার জন্য যে কোন ত্যাগ স্বীকার করে সবকিছু করতে পারি। রাজনৈতিক যেকোন চ্যালেঞ্জ নিতে পারি। তাইতো মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে জয়ী করতে স্থানীয় কর্মিদের নির্বাচনের শুরু থেকে চাঙ্গা রেখেছি। নির্বাচিত করেই মাঠ ছেড়েছি। আনন্দ প্রকাশ করে তাই কর্মি এবং সাধারণ মানুষকে একটু আপ্যায়ন করেছি। এতে তার কর্মিরা অনেক খুশি হয়েছেন।
এ প্রসঙ্গে শ্রম কল্যান রোডের বাসিন্দা নুর আলম, ফারুক বয়াতি ও লাইলি বেগম বলেন, 'কাউন্সিলর শরিফুল কর্মিবান্ধব খুব ভাল মনের মানুষ। সে ডাকলে গভীর রাতেও ঘর থেকে আমরা বের হই। সে মানুষের নিঃস্বার্থ উপকার করে মানুষের ভালবাসা অর্জন করেছে। এজন্যই তার ডাকে সবাই নেমে পড়েছি, নৌকার জন্য কাজ করেছি। এছাড়া বেগম হাবিবুন নাহারও এই এলাকার অনেক উন্নয়ন করেছে, তার বিকল্প নাই। তাকে ভেট দিয়ে তার প্রতিদান দিয়েছি'।
প্রসঙ্গত, বেগম হাবিবুন নাহার দ্বাদশ সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বুধবার (১০ জানুয়ারী) শপথ নিয়েছেন। এছাড়া তিনি সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।