শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ

নৌকা-ঈগলের মাঝে তুমুল লড়াই

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর- লক্ষীপুরঃ
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

 

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর- লক্ষীপুরঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে ১৩জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও আলোচিত দুই প্রার্থীর ‘নৌকা-ঈগল’ প্রতীকের মধ্যে তুমুল লড়াই হবে আসন্ন এই নির্বাচনে ।

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক)আসনে আলোচিত দুই প্রার্থী আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের সেলিনা ইসলামের ‘ঈগল’ প্রতীকের মধ্যে মূল লড়াইটা হবে বলে ভোটারদের ধারণা। সাধারণ ভোটারদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের সেলিনা ইসলামের ‘ঈগল’ প্রতীককে ঘিরে।তাদের মতে সুষ্ঠু নির্বাচন হলে ‘ঈগলের’ জয় সুনিশ্চিত।

অপরদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া লাঙ্গল প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু তার নির্বাচনী এলাকায় নিজ দল জাতীয় পার্টি আছেন বড় বেকায়দায়। নামমাত্র প্রচারণায় দেখা যাচ্ছে তাকে ।

সদ্য জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা ফায়েজ উল্লাহ শিপনের নেতৃত্বে তার অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।

‘নৌকা’ প্রতীকে অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং তার কর্মী সমর্থকদের মাঠ পর্যায়ে চষে বেড়াতে দেখা গেছে ।

অপরদিকে ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল মুক্ত বাসযোগ্য রায়পুর তৈরিতে ‘ঈগল’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছেন।

এই আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘নৌকা-‘ঈগল প্রতীকের প্রার্থী ছাড়াও অন্যান্য আরো ১১ রাজনৈতিক দলের প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীকের) প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু।

তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীকের) আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা প্রতীকের) জহির হোসেন। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার প্রতীকের) মোরশেদ আলম। বাংলাদেশ কল্যাণ পার্টির (হাত ঘড়ি প্রতীকের) প্রার্থী ফরহাদ মিয়া। বাংলাদেশ কংগ্রেস পার্টির (ডাব প্রতীকের) মনসুর রহমান দাদনাশক গাজী।
সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি প্রতীকের) ইমাম উদ্দিন। স্বতন্ত্র (তরমুজ প্রতীকের) চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি প্রতীকের) শরীফুল ইসলাম। জাসদ (মশাল প্রতীকের) আমির হোসেন। স্বতন্ত্র (ট্রাক প্রতীকের) এ এফ জহির উদ্দিন আহমেদ।

প্রার্থীরা নিজ এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ে জনসমর্থন দেখাতে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশ করছেন দিন রাত ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।