মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম আজ (০৭ আগস্ট ২০২৩) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে নৌ পুলিশের ‘বার্ষিক প্রতিবেদন ২০২২’ এবং ‘নৌ পুলিশ হ্যান্ডবুক’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।এ সময় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো: শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত আইজিপিগণ এবং ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, নৌ পুলিশ একটি বিশেষায়িত ইউনিট। এ ইউনিটের কাজের ভিন্নতা রয়েছে। এ বই দুটি নৌ পুলিশে নব যোগদানকৃত অফিসার ও ফোর্সের দায়িত্ব পালনে সহায়ক হবে এবং অন্যরাও নৌ পুলিশের কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।
পুলিশ প্রধান নৌ পুলিশের বিদ্যমান আইনকানুন ও কার্যাবলি নিয়ে ‘বার্ষিক প্রতিবেদন ২০২২’ ও ‘নৌ পুলিশ হ্যান্ড বুক’ বই দুটি প্রকাশ করায় নৌ পুলিশ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।