বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশ ভঙ্গি। কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে একসূত্রে। আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। সারা বিশ্বে প্রতি বছরের ২৯ এপ্রিল নানা উৎসব–আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। ১৯৮২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব নৃত্য দিবস। দিবসটি উদযাপন করা হয় ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জস নুভেরের জন্মদিনে। এই মহান শিল্পীকে চিরস্মরণীয় করে রাখার জন্য ১৯৮২ সালে ইউনেস্কো ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে নির্ধারণ করে।
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বিশ্বনাচে ছন্দময় আসবে শান্তি কাটবে ভয়’। দিবসটি উপলক্ষে ২৯ এপ্রিল সোমবার,পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি, কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেল সাড়ে চারটায় পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নৃত্যানুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জহুরুল ইসলাম, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু তোয়বুর রহমান সাধারণ সম্পাদক জেলা শিল্পকল একাডেমি, পঞ্চগড়। নৃত্যানুষ্ঠান
অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, সাবদারুল ইসলাম, তিলোওমা দাস ও লিটু আলম।