বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় শহরের সাহেরা মেডিসিন মার্টে লাখ টাকার ঔষধ চুরির ঘটনায় দায়ের করা মামলার আসামি বাদল চন্দ্রকে গ্রেফতার না করায় মানববন্ধন করেছেন ঔষুধ ব্যবসায়ীরা। বুধবার সকালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পঞ্চগড় শাখার উদ্যোগে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বিএনপি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সমিতির সভাপতি মোবাশের হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম রুবেল, সদস্য রাজিউর রহমান রাজু এবং মামলার বাদী মো. সাজু। বক্তারা জানান, দোকানের কর্মচারী বাদল চন্দ্র লাখ লাখ টাকার ঔষধ চুরি করেছেন। তার বিরুদ্ধে মামলা হলেও পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি। বরং বাদল চন্দ্র প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলার বাদীকে হুমকি দিচ্ছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোনো প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাদল চন্দ্রকে গ্রেফতার করা না হলে জেলার ঔষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
এর আগে সকাল থেকেই পঞ্চগড় পৌর এলাকার সব ঔষুধের দোকান বন্ধ রাখা হয়। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা বিপাকে পড়েন।
আমকাঠাল এলাকার আব্দুস শহিদ বলেন, বাড়িতে মেয়ের জ্বর, ঔষধ নিতে এসে দেখি সব দোকান বন্ধ। এখন কী করব বুঝতে পারছি না।
পৌরসভার কামাত পাড়া এলাকার রোজিনা আক্তার জানান, ডায়াবেটিসের ঔষধ কিনতে এসে দেখি দোকান বন্ধ। খুব বিপদে পড়ে গেছি।
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোবাশের হোসেন বলেন, মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম। তবে এখনো কোনো আনুষ্ঠানিক আশ্বাস পাইনি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পৌর এলাকার বাইরে পাঁচ উপজেলার ৯০০-র বেশি দোকান বন্ধ করে দেওয়া হবে।
পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, আসামি ধরতে কয়েকটি বিশেষ টিম কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজি টুলু বলেন, "সমিতির নেতারা আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।