বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
ছাত্র জনতার অঙ্গিকার নিরাপদ সড়ক হোক সবার, এই প্রতিবাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে সড়ক নিরাপদ দিবস অনুষ্ঠিত হলো
মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরে পঞ্চগড় বিআরটিএ সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসন সড়ক বিভাগের সহযোগিতায় শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন হলরুমে শিক্ষার্থীদের নিয়ে যানবাহন চলাচলের নিয়ম ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সুলতান আলম, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার নিশাদ আনজুম মারফি,পঞ্চগড় ট্রাফিক পুলিশ পরিদর্শক চন্দ্রন কুমার, বিআরিটএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক মো. রেজোয়ান শাহ্ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।