বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি থেকে ১১ জন শিক্ষক সদস্য পদ প্রত্যাহার করে পদত্যাগ করেছেন। পদত্যাগি শিক্ষকদের অভিযোগ কাওকে না জানিয়ে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সমর্থিত শিক্ষকদের নিয়ে জেলা কমিটির প্রত্যয়ন ছাড়াই এই কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় শিক্ষক সমিতির নির্বাহী কমিটি। বুধবার সকালে সংবাদ সম্মেলন করে কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের আয়োজনে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ছলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াছমিন আরা লিখিত বক্তব্যে বলেন,জেলা কমিটির সুপারিশ ছাড়া অনুমোদন করা হয়েছে উপজেলা আহবায়ক কমিটি। যা গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি। অনুমোদনকৃত কমিটি গঠনের ক্ষেত্রে সদর উপজেলার কোন শিক্ষককে না জানিয়ে এবং কোন সভার আহ্বান না করে কতিপয় শিক্ষক মনগড়া কমিটি গঠন করে। কমিটিতে বিগত স্বৈরাচার সরকারের আমলে সুবিধা গ্রহনকারী কতিপয় শিক্ষকরা এই কমিটিতে স্থান পেয়েছে এবং যারা বিগত সরকারের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে সরাসরি জড়িত ছিলো। এ সময় দরদরিয়া পাড়া স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান,চিকনমাটি স্কুলের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম,মালিপাড়া সরকারি স্কুলের মিজানুর রহমান,বারোপাটিয়া স্কুলের ইসমাইল হোসেন,কাজীপাড়া স্কুলের সহকারি শিক্ষক কাজী আওলাদ হোসেন,তুলারডাঙ্গা স্কুলের আবু দাউদ,আব্দুস সাত্তার প্রমূখসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রার্থমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা জানান, শিক্ষকদের পদত্যাগের ঘটনা শুনেছি। আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পঞ্চগড়ে এসে বিষয়টি কিভাবে সমাধান করা যায় তার উদ্যোগ নেবো।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।