বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
আষাঢ়ের বৃষ্টিস্নাত সকাল। চারদিকে ঝুম বৃষ্টি। এরই মধ্যে কেউ ছাতা হাতে আবার কেউবা অটোরিকশাতে পলিথিন জড়িয়ে আসছে মিলনায়তন চত্বরে। শিক্ষার্থীদের পদচারণে মুখর পঞ্চগড় সরকারি মিলনায়তন। সংবর্ধনার নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে তারা সংগ্রহ করছে ক্রেস্ট ও স্ন্যাকস। সবার মুখে খুশির ঝিলিক। এভাবেই ঝুম বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।
আজ বুধবার সকাল ৯টার দিকে জেলা শহরের পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে এ উৎসব শুরু হয়। উৎসবের শুরুতে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য করা নির্দিষ্ট বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে শিক্ষার্থীরা।
এরপর মিলনায়তনের ভেতর পঞ্চগড় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠানে জেলার সেরা ১০ জন স্কুলশিক্ষককে দেওয়া হবে সম্মাননা।
এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। উৎসবে অংশ নিতে জিপিএ–৫ পাওয়া ৪৩২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।
বৃষ্টি ও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে শিক্ষার্থীরাছবি: প্রথম আলো
স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৫ পেয়েছে ঐশী আলম। বৃষ্টির মধ্যে অটোতে করে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে সে। ঐশী আলম বলে, ‘বৃষ্টির মধ্যে আসতে কিছুটা কষ্ট হয়েছে। তারপরও এখানে এসে ভালো লাগছে। আমি অনলাইনে নিবন্ধন করেছিলাম। এ রকম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই আনন্দিত।’জেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফাহিম মোস্তাকিম। সংবর্ধনা নিতে এসে ফাহিম বলে, ‘পরীক্ষা শেষে অনেক দিন পর সব বন্ধুর সঙ্গে দেখা হলো। এত বড় আয়োজন দেখে অনেক ভালো লাগছে। অনুষ্ঠানে এসে বৃষ্টির কষ্ট ভুলে গেছি।’ এ ধরনের আয়োজন করার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানায় সে।
সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ৬ মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।
দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন গুণী শিক্ষকেরা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।